Updates

আজ ও কাল করিমগঞ্জে পিএম কিষান শিবির

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার পিএম কিষান প্রকল্পের অন্তর্ভুক্ত যোগ্য হিতাধিকারীদের জন্য আগামী ৬ ও ৭ জুন করিমগঞ্জ জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের উদ্যোগে সব রাজস্ব চক্র আধিকারিক কার্যালয়ে বিশেষ পরিপূর্ণতা শিবিরের আয়োজন করা হয়েছে৷

করিমগঞ্জের জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন, ওই শিবিরে পিএম কিষান প্রকল্পের বাধ্যতামূলক যেসব কাজ করা হবে তার মধ্যে আধার সংযুক্তিকরণ E-KYC, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের একাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ, মাটির নথিপত্রসমূহ সংগ্রহ করা হবে৷

এতে জানানো হয়েছে যেসব যোগ্য হিতাধিকারী এখন পর্যন্ত সংযুক্তিকরণের কাজ সম্পাদন করেননি, সেইসব কৃষক নির্ধারিত শিবিরে আধার কার্ডের ফটোকপি, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের একাউন্ট পাসবুকের ফটোকপি, খেতের মাটির প্রমাণপত্র, জমাবন্দির ফটোকপি সঙ্গে নিয়ে শিবিরে উপস্থিত থাকতে জেলা কৃষি আধিকারিক আহ্বান জানিয়েছেন৷ অন্যথায় ওই প্রকল্পে সংশ্লিষ্ট হিতাধিকারীকে অযোগ্য বলে বিবেচিত করা হবে এবং নাম কর্তন হবে৷

এছাড়া যেসব কৃষক এই প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করার জন্য অনলাইন আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত আবেদন পত্র পূরণ করে ওই নথিসমূহ জমা দেননি, সেই সব কৃষকদের ওই শিবিরে তা জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে৷ অন্যথায় আগামী ২৭ জুন তারিখের পরে নামসমূহ কর্তন করা হবে বলে জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন৷

প্রকল্পের বিষয়ে বিষদ জানার জন্য করিমগঞ্জের জেলা কৃষি আধিকারিকের কার্যালয়, রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট কৃষি চক্র আধিকারিক বা এডিও-র সঙ্গে যোগাযোগ করার জন্য আবেদন জানানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button