Barak ValleyEntertainment
আজ গীতবিতানের কবি প্রণাম

করিমগঞ্জ : রবীন্দ্র জয়ন্তী পালনে বিশেষ উদ্যোগ নিয়েছে গীতবিতান সাংস্কৃতিক সংস্থা৷ সংস্থার উদ্যোগে ২৫ বৈশাখ মঙ্গলবার সকাল ৬টায় শম্ভু সাগর পার্কে কবিগুরুর আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলি প্রদান সহ প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে বিকেল ৫:৩০ থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি প্রণাম৷ সরস্বতী বিদ্যানিকেতনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা৷
