শচীনের শুভেচ্ছাবার্তায় আপ্লুত বিরাটের মন্তব্য, ‘উনি আমার সবসময়ের হিরো থেকে যাবেন’

নিজস্ব সংবাদদাতা : বিরাট কোহলি ইডেনে তাঁর ৪৫তম ওয়ান ডে সেঞ্চুরি পূর্ণ করে শচীন তেন্ডুলকারকে স্পর্শ করেছেন। এই ঘটনায় ভারতীয় ক্রিকেটমহলে আলোড়ন পড়ে গিয়েছে।
শচীন প্রায় সঙ্গে সঙ্গেই কোহলির ওই নজিরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। মাস্টার লিখেছেন, আমার চলতি বছরেই ৪৯ থেকে ৫০ হতে ৩৬৫ দিন লেগেছে।
আমার মনে হয় বিরাট তোমার ৪৯ থেকে ৫০ আসবে খুব দ্রুতই। তার মানে শচীন বোঝাতে চেয়েছেন, কোহলির চলতি বিশ্বকাপেই ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যা ৪৯ থেকে ৫০ হয়ে যাবে। এটা শুধুই সময়ের অপেক্ষা।
কোহলিকে এই নিয়ে ম্যাচ শেষেই সঞ্চালক হর্ষ ভোগলে প্রশ্ন করেছিলেন। তিনি জানতে চান, শচীনের এই বার্তা পেয়ে কোহলি আপনার কেমন অনুভূতি হচ্ছে? এই নিয়ে বিরাট বলেছেন, আমি একটা সময় শচীনের ব্যাটিং টিভিতে দেখতাম। আমি জানি কোথা থেকে আমি উঠে এসেছি। তাই আমার কাছে এই মুহূর্ত ভাষায় প্রকাশ করা কঠিন। তবে শচীন স্যার আমার আদর্শ ছিলেন, থাকবেনও।”
কোহলি আরও বলেছেন, শচীনের সঙ্গে আমার তুলনা নিয়ে নানা কথা হয়ে থাকে। আমি বলতে চাই, আমি কোনওদিন শচীন হতে পারব না। ওঁর কীর্তিমালা অমর হয়ে থাকবে।