Science & Tech
একটি নম্বর দিয়ে একসাথে চারটি ফোনে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

সংবাদ সংস্থা, নয়াদিল্লি : হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন সুবিধা। এখন থেকে একটি নম্বর ব্যবহার করে একসঙ্গে চারটে মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।
মঙ্গলবার ঘোষণা করলেন মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ। তিনি তাঁর সমাজমাধ্যমে এই ঘোষণা করেছেন।
জুকারবার্গ লিখেছেন, “এখন থেকে চারটি ফোনে একই সঙ্গে একটি হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করা যাবে।”
হোয়াটসঅ্যাপ সূত্রে খবর অনুযায়ী, এই পরিষেবাটি আগামি সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য চালু হয়ে যাবে।