Updates

আজ রাঙ্গাবাক জিপি ও ধলাই-মালাই জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা

জনসংযোগ, হাইলাকান্দি, ৭ ডিসেম্বর : হাইলাকান্দি জেলায় বৃহস্পতিবার লালাছড়া-বার্নারপুর জিপি ও রাজ্যেশ্বরপুর জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার আওতায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন যাত্রার ভিডিও প্রদর্শনী করে দেখানো হয়।। পাশাপাশি বিভিন্ন বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে বিভাগীয় তৎপরতা প্রদর্শনী করতে স্টল খোলা হয়। এতে বিভিন্ন বিভাগের উপকৃত ব্যক্তিরা প্রকল্পের ফলে তাদের লাভবান হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়া বিভিন্ন প্রকল্পের যোগ্য হিতাধিকারীদেরকে যাতে পরবর্তীতে প্রকল্পের আওতায় আনা যায় সেজন্য তাদের নামও লিপিবদ্ধ করা হয়।

এদিকে শুক্রবার অর্থাৎ ৮ডিসেম্বর কাটলিছড়া উন্নয়ন খন্ডের অন্তর্গত রাঙ্গাবাক জিপি কার্যালয়ে সকাল সাড়ে নয়টায় এবং ধলাই-মলাই জিপি কার্যালয়ে বেলা দেড়টায় অনুরূপ বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছে। এতে ওই দুই জিপির জনসাধারণকে সামিল হবার জন্য প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button