Barak Valley
শ্রীগৌরীতে দু’টি লরির সংঘর্ষে আহত ৪

বদরপুর : বদরপুর থানা এলাকার ৩৭ নং জাতীয় সড়কের শ্রীগৌরীতে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন ৪ জন৷ ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত ৯টায় শ্রীগৌরীর বরই দোকান নামক স্থানে৷ সংঘর্ষে দুটি লরিরই সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়৷ ঘটনার পর স্থানীয়রাই আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে পাঠিয়ে দেন৷ আহতরা হলেন নজরুল হক, ইজাজুল হক, কমরুল হক ও জাবেদা বেগম৷
শ্রীগৌরী হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা করে তাঁদের উন্নত চিকিৎসার জন্য শিলচর ম্যাডিকেলে পাঠিয়ে দেওয়া হয়৷ এদিকে, দুর্ঘটনার পর জাতীয় সড়কের দুদিকেই যানবাহনের দীর্ঘ লাইন দাঁড়িয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান বদরপুর থানার ওসি সোমেশ্বর কোঁওর৷ তিনি এসে রাস্তার যানজট মুক্ত করেন৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ট্রাফিক পুলিশ৷