Barak Valley

দর্শক টানতে ২০ লক্ষ ব্যয়ে মণ্ডপ তৈরি করছে চরবাজারের নবজাগরণ ক্লাব

করিমগঞ্জ : হাতে গোনা ১০ দিন পর অনুষ্ঠিত হতে চলছে কালীপূজা৷ দুর্গাপূজার মতো একাধিক বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হবে করিমগঞ্জ শহরে৷ এরমধ্যে অন্যতম চরবাজার এলাকার নবজাগরণ ক্লাব৷ ২০ লক্ষ টাকা বাজেটের পুজো৷ দর্শনার্থীদের জন্য ৭ দিন পুজো দেখার ব্যবস্থা করছে ক্লাব কর্তৃপক্ষ৷

প্রতিবছরই ধূমধাম করে কালীপুজো অনুষ্ঠিত শহরে৷ তবে পুজোর যাবতীয় ফোকাস থাকে চরবাজার এলাকায়৷ ওই এলাকায় একাধিক বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হয়৷ ফলে শহরবাসীর ভিড় উপচে পড়ে ওই এলাকায়৷ চরবাজারের একটি প্রাচীন পুজো হচ্ছে নবজাগরণ ক্লাব৷ প্রতিবছরই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে ওই ক্লাবে৷

এবার ৬১ বছরের পুজো বাজেট ২০ লক্ষ টাকা জানান, পুজো কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ নন্দী৷ বর্তমানে দিনরাতে কাজ চলছে পুজো মণ্ডপের৷ এবার মণ্ডপ ও আলোকসজ্জায় জোর দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ৷সুদূর নবদ্বীপের কারিগর মণ্ডপ তৈরি করছেন৷ সঙ্গে আলোর কারসাজি দেখানোর ব্যবস্থা করা হচ্ছে৷

সন্দীপ জানান, মণ্ডপ তৈরি হবে চিনের একটি কাল্পনিক মন্দিরের আদলে৷ ভিতরে থাকবে আলোর বাতি৷ প্রতি বছরের মত এবারও দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে৷ ফলে ৩টি প্রবেশ দ্বার রাখা হচ্ছে, যতে স্বেচ্ছাসেবকরা ভিড় সামলাতে পারেন৷

Show More

Related Articles

Back to top button