ঘুষের টাকা নিতে গিয়ে দুর্নীতি দমনের হাতে ধৃত শিলচরের ভূবাসন দফতরের পাটোয়ারি

শিলচর, ২৮ মার্চ : কাছাড় জেলা সদর শিলচরে ঘুষের টাকা নিতে গিয়ে ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন অধিকরণের আধিকারিকদের হাতে ধৃত জনৈক সরকারি কর্মচারী।
আজ মঙ্গলবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাছাড় জেলা সদর শিলচরে অবস্থিত ভূবাসন (সেটেলমেন্ট) দফতরে কর্মরত মিসবাহ উদ্দিন লস্কর নামের পাটোয়ারিকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করেছেন ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন অধিকরণের আধিকারিকরা। জন্য জনৈক ব্যক্তি একটি জমির নামজারির জন্য শিলচরের ভূবাসন দফতরে আবেদন জানিয়েছিলেন।
কিন্তু মাসের পর মাস যায়, নানা অজুহাতে তাঁর জমির নামজারি হচ্ছিল না। এক সময় ওই ব্যক্তির কাছে তিন হাজার টাকা দাবি করে বসেন পাটোয়ারি মিসবাহ উদ্দিন। ঘুষের টাকা দিতে অপারগ ভুক্তভোগী ব্যক্তি দ্বারস্থ হন ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন অধিকরণের। তাঁর অভিযোগের ভিত্তিতে ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন দফতরের আধিকারিকরা পাটোয়ারিকে হাতেনাতে ধরতে ছক কষেন। ছক অনুযায়ী আজ পাতা ফাঁদে পড়েন কাছাড় জেলার সোনাই এলাকার বাসিন্দা সরকারি কর্মচারী মিসবাহ উদ্দিন লস্কর।