Barak Valley

সোনাবাড়িঘাট থেকে আটক ৮ IPL জুয়ারি

শিলচর : অবৈধ জুয়ার বিরুদ্ধে অভিযানে নেমে IPL জুয়ারির ঘাঁটি উৎখাত করতে সক্ষম হল কাছাড় পুলিশ৷ রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির SI শ্যামানন্দ সিংহের নেতৃত্বে অভিযান চালিয়ে সোনাবাড়িঘাট এলাকা থেকে ৮ জন IPL জুয়ারিকে আটক করে শিলচর আদালতে প্রেরণ করা হয়৷

সোনাবাড়িঘাট এলাকার টপ সাইন সার্ভিসিং সেন্টারে IPL জুয়ার আসর বসিয়ে অনেক দিন ধরে IPL জুয়ার আসর চালানো হচ্ছিল৷ আটক ৮ জন হল ইকবাল হুসেন লস্কর, মকবুল হুসেন লস্কর, সাদাম হুসেন লস্কর, রাকিব হুসেন লস্কর, সাকিব আলম লস্কর, ইমদাদ বড়ভুঁইয়া, বারুল হোসেন বড়ভুঁইয়া, সড়ু আহমেদ চৌধুরী৷ ৮ জনই সোনাবাড়িঘাটের বাসিন্দা৷

Show More

Related Articles

Back to top button