করিমগঞ্জে ছাড়া হল মশাবাহিত রোগ প্রতিরোধে ৫০০ গাপ্পি মাছ

জনসংযোগ, করিমগঞ্জ : মশা বাহিত রোগ প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসাবে করিমগঞ্জ পৌরসভা এলাকার ফায়ার ব্রিগেড অফিস এলাকা সংলগ্ন পুকুরে ও শহরের রাস্তার ধারে নালাগুলিতে বৃহস্পতিবার ৫০০ গাপ্পি মাছ ছাড়া হয়েছে৷ এদিন মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (CD) ডাঃ রঞ্জিত বৈদ্য, DME সুমন চৌধুরী, NVBDCP দেবজিৎ দে, urban SW গীতা রায়, ম্যালেরিয়া, ডেঙ্গু, এনকেফেলাইটিস ইত্যাদির মত মশা বাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে এই অভিযানের সূচনা করেন৷
এতে ডাঃ বৈদ্য জানান, একটি পূর্ণ বয়স্ক গাপ্পি মাছ দিনে প্রায় ১৫০টির মতো লার্ভা খেয়ে ফেলতে পারে৷ স্বচ্ছ জলে মশার বংশ বৃদ্ধির সমস্যা, বিশেষ করে এডিস মশা যা ডেঙ্গু ভাইরাস বহন করে তা এই মাছের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায়৷ এতে কনসালট্যান্ট দেবজিত দে বলেন, আসামের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ পাশাপাশি বিভাগ থেকে নজরদারি জোরদার করা হয়েছে৷