আরজি কর কাণ্ডের প্রতিবাদ ফকিরাবাজারে

ফকিরাবাজারে মোমবাতি মিছিল, ধর্ষকদের ফাঁসির দাবি
ফকিরাবাজার : আর জি কর হাসপাতালে তিলোত্তমা কান্ডে লজ্জিত গোটা দেশ । সোমবার সন্ধ্যায় এনিয়ে প্রতিবাদ হয়েছে ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় । বৃষ্ঠি উপেক্ষা করে করিমগঞ্জের ফকিরবাজার ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত মোমবাতি মিছিলে জড়ো হন বৃহত্তর এলাকার সহস্রাধিক ছাত্র-ছাত্রীরা । ন্যায় বিচার তথা মিছিলকে সমর্থন করে এতে পা মেলান স্থানীয়রা । সন্ধ্যা ৭ টায় ফকিরবাজার রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের সম্মুখ থেকে মোমবাতি মিছিল বের করা হলে হাতে হাতে প্লে কার্ড ও মোমবাতি জ্বালিয়ে সমাপ্ত হয় পূর্ব ফকিরাবাজার জামে মসজিদের সামনে । ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা । ‘ধর্ষকদের সাজা একটাই, ফাঁসি ছাড়া কথা নাই’ স্লোগান তোলেন মিছিলে অংশগ্রহন কারীরা ।
এদিনের মোমবাতি মিছিলের শেষে পূর্ব ফকিরবাজার ৩৭ নম্বর জাতীয় সড়কের পাশে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে আয়োজক কমিটির আহ্বায়ক ইকবাল হুসাইন বলেন, আর জি কর কাণ্ড মুখে বলার মতো ভাষা নেই, নির্মম হত্যাকাণ্ড নিয়ে যাতে সরকার কোনো ধরণের রাজনীতি না করে তার জোরালো দাবি জানান তিনি ।
আয়োজক কমিটির আহ্বায়ক সুলতান আহমেদ, সাইদুল হক, সুহেল আহমদ চৌধুরী, আফসার আহমেদ, মোহাম্মদ জাকারিয়া প্রমুখরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে উক্ত গণধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের ফাঁসির দাবি তুলেন ।