Updates

আলোর উৎসবে পনেরো’শো লোককে শীতবস্ত্র দিল শ্রীভূমির রক্তিমাভ ক্লাব

শ্রীভূমি, ২১ অক্টোবর: জীব সেবাই শিব সেবা। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বলতেন, ‘শিবজ্ঞানে জীব সেবা কর।’ ঠাকুরের সেই বাণীকে পাথেয় করেই সেবাকাজ চালিয়ে যাচ্ছে শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী রক্তিমাভ ক্লাব। ফলে পুজো আয়োজনের পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র। মঙ্গলবার বস্ত্র বিতরণ কার্যসূচিতে যোগদান করে এ মন্তব্য করেন রক্তিমাভক্লাবের সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

মঙ্গলবার কমলাক্ষ দে পুরকায়স্থের উপস্থিতিতে মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রায় পনেরোশো মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এদিন৷

Show More

Related Articles

Back to top button