Barak Valley
করিমগঞ্জ বঙ্কদত্ত রোড শনি মন্দিরের বার্ষিক পুজো শনিবার

করিমগঞ্জ : এবারও করিমগঞ্জ বঙ্কদত্ত রোড সর্বজনীন শনি মন্দিরের বার্ষিক পুজো আগামী ১৬ মার্চ, শনিবার অনুষ্ঠিত হবে৷ স্থানীয়দের পক্ষে বিদ্যুৎ কর, বিরোজ বর্ধন, তোতন দাম, সুব্রত গুপ্ত, মন্দিরের পুরোহিত প্রতাপ ঠাকুর সহ আরও অনেকে জানান, দীর্ঘ ৪৮ বছর থেকে এই তিথিতেই বার্ষিক শনি পুজোর আয়োজন করা হয়ে থাকে৷ তাঁরা জানান, এই মন্দিরের কোন কমিটি নাই৷ পাড়ার সবাই মিলে মহাধূমধামে শনি পুজো করে থাকেন৷ উৎসবে সব ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করা হয়েছে৷