Barak ValleyAssamNorth-East
আসিমগঞ্জ গড়েরমুখে নিহার দেবনাথের দোকান ভাঙচুরের ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত

জনসংযোগ, করিমগঞ্জ, ২৬ ডিসেম্বর: আসিমগঞ্জের গড়েরমুখে নীহার দেবনাথের দোকান ভাঙচুরের ঘটনার আসল তথ্য খুঁজে বের করতে করিমগঞ্জের জেলা প্রশাসন থেকে পাথারকান্দির সার্কেল অফিসারকে দায়িত্ব প্রদান করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পাথারকান্দির সার্কেল অফিসার এই ঘটনা সম্পর্কে কোন সাক্ষ্য যথা – বৈধ নথিপত্র, ভিডিও ফুটেজ যদি থাকে তবে তা সাক্ষ্য প্রদানকারীকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে পাথারকান্দির সার্কেল অফিসারের কার্যালয়ে জমা দিতে আহ্বান জানিয়েছেন।