Barak ValleyEntertainment

রবীন্দ্রজয়ন্তীতে নানা অনুষ্ঠান করিমগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা-সংগঠনের

করিমগঞ্জ : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করল করিমগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা-সংগঠন৷ এদিন সকালে প্রথমে করিমগঞ্জ পৌরসভার পক্ষে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানান পৌরসভার উপ-পৌরপতি সুখেন্দু দাস ও পৌর কমিশনার বিশ্বজিৎ দাস৷ এরপর নূপুর নৃত্যালয়, সুরমন্দির সাংস্কৃতিক কলা কেন্দ্র, যোগাসন ট্রেনিং সেন্টার, গীতবিতান সঙ্গীত মহাবিদ্যালয়, বাংলা সাহিত্য সভা অসম, সমন্বয় সাঁকো করিমগঞ্জ শহর সমিতি, মানব অধিকার সহায়তা সংঘ, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শহর সমিতি, বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ শাখা, চারণিক, ডিএসএ এবং ভারত বিকাশ পরিষদের কর্মকর্তারা কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানান৷

Show More

Related Articles

Back to top button