ঈদের প্রাক্কালে হাইলাকান্দিতে উদ্ধার বার্মিজ গরু

হাইলাকান্দি, ২০ এপ্রিল : দক্ষিণ অসমের বরাক উপত্যকায় অব্যাহত রয়েছে বার্মিজ সিন্ডিকেট। পুলিশ নয়, ঈদের প্রাকক্কালে এবার বার্মিজ গরু বোঝাই পিকআপ ভ্যান আটক করলেন বজরং দলের কর্মীরা। ঘটনা হাইলাকান্দির জেলার কাঞ্চনপুর পাখিচড়া এলাকার।
গতকাল রাত আনুমানিক দুটা নাগাদ এএস ১০ এসি ৯৭০৫ নম্বরের একটি পিকআপ ভ্যান সহ তিনটি বার্মিজ গরু উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বজরং দলের কর্মীরা। আটক করা হয়েছে গাড়ির চালক এবং খালাসিকে।
উদ্ধারকৃত গরুগুলি মিজোরাম থেকে হাইলাকান্দি (দক্ষিণ অসম) জেলার বিলাইপুর সীমান্ত হয়ে করিমগঞ্জে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের।
বজরং দলের জনৈক কার্যকর্তা জানান, গোটা বরাক উপত্যকা জুড়ে সিন্ডিকেট রয়েছে বার্মিজ গরু পাচারের। ঈদের প্রাক্কালে এরা আরও সক্রিয় হয়ে উঠেছে। গতকাল রাতে তিনটি পিকআপ ভ্যান দেখে সন্দেহ হয় তাঁদের। এর পর পিছু ধাওয়া করে একটি পিকআপ ভ্যান আটক করলেও দুটি পালিয়ে যায়।
জানান, আটককৃত গাড়ি থেকে তিনটি গরু উদ্ধার হয়েছে। এগুলিকে হাইলাকান্দি সদর থানায় সমঝে দেওয়া হয়েছে।