পাথারকান্দিতে আরএসএসের সমন্বয় বৈঠক ১৭ই ডিসেম্বর

পাথারকান্দি : রাম মন্দিরের প্রাণ প্রতিষ্টা সহ অন্যান্য জরুরি বিষয়ে আলোচনা করতে আগামী ১৭ই ডিসেম্বর রবিবার দুপুরে পাথারকান্দি টাউন কালিবাড়িতে এক সমন্বয় সভার আহ্বান করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। উক্ত বৈঠকে সংঘ পরিবারের সকল ক্ষেত্রের কার্যকর্তা সহ সক্রিয় সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে ।
প্রসঙ্গত আগামী ২২শে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যয় শ্রীশ্রী রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে । এ মর্মে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ভক্তদের নিমন্ত্রণ স্বরুপ দেশজুড়ে ঘরে ঘরে অক্ষত চাল ও আমন্ত্রণ পত্র বিলি করা হবে।প্রভু শ্রীরামচন্দ্রের ভক্তি চেতনা বোধকে জাগ্রত করার লক্ষ নিয়ে দক্ষিণ আসাম প্রান্তের শ্রীভুমি জেলার প্রত্যেক নগর,খন্ডের সঙ্গে সঙ্গতি রেখে পাথারকান্দি খণ্ডেও সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছে । এতে আরএসএসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থাকবেন ।