Barak Valley
হাইলাকান্দি জেলায় চারটি খাজনা আদায় শিবির

জনসংযোগ, হাইলাকান্দি, ৬ নভেম্বর: হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে চলতি নভেম্বর মাসে ৪ টি খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর আলগাপুর সার্কেল অফিসে, ১৪ নভেম্বর বোয়ালিপার জিপি অফিসে খাজনা আদায়ের জন্য শিবির বসবে। এরপর ২০ নভেম্বর লালা সার্কেল অফিসে এবং ২২ নভেম্বর কাটলিছড়া সার্কেল অফিসে খাজনা আদায়ের শিবিরের আয়োজন করা হয়েছে। পাট্টাদারদেরকে তাদের জমির খাজনা নিকটবর্তী খাজনা আদায়ের শিবিরে জমা দিতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।