Barak Valley

উনিশ উপলক্ষে করিমগঞ্জ প্রেসক্লাবে আলোচনা

করিমগঞ্জ : একাদশ ভাষা শহিদ দিবস উপলক্ষে “বরাকের ভাষা আন্দোলন ও বর্তমান সঙ্কট” শীর্ষক এক আলোচনা চক্রের মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি বিশিষ্ট লেখক, ভাষা সেনানি ও সুবক্তা সতু রায়৷

বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে প্রথমে অস্থায়ী শহিদ বেদীতে প্রদীপ প্রজ্বলন, পুষ্পার্ঘ্য অর্পণ৷ এরপর গানভাষির শিল্পীরা পর পর ২টি সঙ্গীত পরিবেশন করেন৷ প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায়ের পৌরোহিত্যে স্বাগোতিক বক্তব্য রাখেন সভাপতি মিহির দেবনাথ, সহ-সভাপতি প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button