Barak Valley
উৎসাহ-উদ্দীপনায় জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি করিমগঞ্জ জুড়ে

মৃৎশিল্পালয়ে চলছে প্রতিমা তৈরীর কাজ
করিমগঞ্জ : প্রতি বছরের মতো এবারও উৎসাহ-উদ্দীপনায় জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হবে করিমগঞ্জে৷ রবিবার পুজো হবে৷ আসন্ন পুজো উপলক্ষে করিমগঞ্জ টাউন কালীবাড়ি সহ মালিপাড়ার সারদা সংঘ এবং বিভিন্ন মঠ-মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে৷ দুই প্রথায় পুজোর প্রচলন আছে৷ কেউ দুর্গাপূজার ধাঁচে পুজো করেন সপ্তমী থেকে নবমী৷ আবার অনেক ক্ষেত্রে নবমীর দিনই ৩ বার পুজোর আয়োজন করা হয়৷ এই পূজা অনেকটা দুর্গার পূজার অনুরূপ৷ তিথি অনুযায়ী রবিবার জগদ্ধাত্রী পুজো হবে এবছর৷ করিমগঞ্জ টাউন কালীবাড়িতে পূজা হবে৷ পূজায় এদিন ৩ দিনের অ্ঞ্জলি প্রদান করবেন ভক্তরা৷ এরপর দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে৷ পুজো করবেন পুরোহিত রামকৃষ্ণ চক্রবর্তী৷ অন্যদিকে, মালিপাড়ার সারদা সংঘে মহাধুমধামে পূজা শেষে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে৷