Barak Valley

এসটি হিল পড়ুয়াদের স্কলারশিপের দরখাস্ত আহ্বান

জনসংযোগ, করিমগঞ্জ, ২০ জুলাই : করিমগঞ্জ জেলার পার্বত্য উপজাতি সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদর কাছ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণীতে প্রিম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অনলাইন দরখাস্ত আহ্বান করা হয়েছে। দরখাস্ত অনলাইনে জাতীয় স্কলারশিপ পোর্টাল www.scholarships.gov.in যোগে জমা দিতে হবে।

এতে দরখাস্ত শুধু অনলাইন যোগে যেসব ছাত্র-ছাত্রীরা সরকারি, সরকার অনুদানপ্রাপ্ত, সরকারি অনুমোদিত বিদ্যালয়, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি সহ মেডিকেল ও কারিগরি প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং যাদের ইউ-ডাইস, এআইএসএইচই, এনসিভিটি কোড রয়েছে তারাই আবেদন করতে পারবে।

এতে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত পার্বত্য উপজাতি ছাত্র-ছাত্রীদের প্রি মেট্রিক স্কলারশিপের জন্য বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকা এবং দরখাস্ত অনলাইন যোগে জমা দেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট। পাশাপাশি পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপের জন্য বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকা এবং অনলাইন যোগে দরখাস্ত জমা দেওয়ার অন্তিম তারিখ ৩১ অক্টোবর। বিস্তারিত বিবরণ করিমগঞ্জের মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয় অথবা ওই নির্ধারিত পোর্টালে পাওয়া যাবে।

Show More

Related Articles

Back to top button