Barak Valley

এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা প্রশাসনের

জনসংযোগ, করিমগঞ্জ : ৩৫ নম্বর বাঘন গ্রাম পঞ্চায়েত (জিপি) সভাপতি উপনির্বাচনের জন্য আগামী ১ জুলাই, শনিবার বাঘন জিপির ভোট কেন্দ্র এলাকায় এনআই অ্যাক্টে সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচন কমিশন থেকে জারিকৃত আদেশে ১ জুলাই শনিবার বাঘন জিপির ভোট কেন্দ্র এলাকার অধীনস্থ সব সরকারি ও বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক, চা বাগান, ঔদ্যোগিক প্রতিষ্ঠান ইত্যাদি ভোটের জন্য বন্ধ থাকবে।

এদিকে রাজ্য নির্বাচন কমিশন থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বাঘন জিপি সভাপতি পদে উপনির্বাচনের জন্য আগামী ১ জুলাই অনুষ্ঠিত ভোট দানে ভোটারদের পরিচিতি সাব্যস্ত করতে ভোটার পরিচয় পত্রের পাশাপাশি অন্য আরও কয়েকটি নথির ব্যবস্থা দেওয়া হয়েছে। এই নথিগুলির মধ্যে রয়েছে আধার কার্ড, এমজিএনরেগা জবকার্ড, ছবি সহ ব্যাংক বা পোস্ট অফিসের ইস্যুকৃত পাসবুক, শ্রম মন্ত্রালয়ের ইস্যুকৃত হেলথ ইনসিওরেন্স স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআর-এর অধীনে আরজিআই থেকে ইস্যুকৃত স্মার্টকার্ড, ভারতীয় পাসপোর্ট, ফটো সহ পেনশন ডকুমেন্ট, কেন্দ্র ও রাজ্য সরকার পিএসইউ পাবলিক লিমিটেড কোম্পানি ইত্যাদি থেকে কর্মীদের জন্য ইস্যুকৃত ফটো সহ পরিচয়পত্র, সাংসদ, বিধায়ক, এমএলসিদের ইস্যুকৃত অফিশিয়াল আইডেন্টিটি কার্ড। এই নথিগুলির যে কোনও একটি দেখিয়ে ভোটাররা তাঁদের পরিচিতি সাব্যস্ত করে ভোট দান করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Show More

Related Articles

Back to top button