এবার হাফলঙে দুর্গা প্রতিমা বিসর্জন করা হবে দয়ং নদীর বিসর্জন ঘাটে

হাফলং, পিএন সি ৭অক্টোবরঃ অন্যান্য বছর দুর্গা প্রতিমা হাফলং লেইকে বিসর্জন করা হলেও এবার আর তা হচ্ছে না। এবার দুর্গাপ্রতিমা বিসর্জন করা হবে দয়ং নদীর বিসর্জন ঘাটে।
উল্লেখ্য , হাফলং থেকে লোয়ারহাফলং হয়ে দিয়ং নদীর বিসর্জন ঘাট পর্যন্ত রাস্তার কঙ্কালসার অবস্থা। এবার এই কঙ্কালসার সড়কটি মেরামতি করতে নড়েচড়ে বসলেন হাফলং পুর্ত বিভাগের কর্মকর্তারা। বিসর্জন পর্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারজন্য জোরকদমে সংস্কার কাজে হাত লাগালেন পুর্ত কর্মীরা। সোমবার এই প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে জুনিওর ইন্জিনীয়ার রজত কান্তি নাথ জানান, সংস্কারকাজ চলছে দ্রুতগতিতে। লোয়ারহাফলং থেকে দয়ংনদীর বিসর্জনঘাট পর্যন্ত স্থানে স্থানে অনেক গর্ত রয়েছে। এবার গর্তগুলি ভরাট করে বিটুমিন লাগানো হচ্ছে। তবে প্রতিকুল আবহাওয়া প্রতিনিয়ত বাগড়া দিচ্ছে কাজের অগ্রগতিতে। কখনও টানা বৃষ্টি, আবার কখনও কনকনে বৃষ্টি। তবে তিনি এতটুকুই আশাবাদী যে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সংস্কারকাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। জানান, এবার দয়ং সেতু সংলগ্ন বিসর্জনঘাটে ব্লক বসানোর কাজ চলছে। এবং তা যথাসময়ে সম্পন্ন হবে।
—————————————————————