EducationBarak Valley

এরালিগুলের দীনদয়াল কলেজে Swayam-NPTEL বিষয়ক কর্মশালা

জনসংযোগ, করিমগঞ্জ : এরালিগুলের পণ্ডিত দীনদয়াল আদর্শ মহাবিদ্যালয়ের IQAC-র অধীনে Digital Learning Cell অন্তর্জালের মাধ্যমে মঙ্গলবার এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয়৷ কর্মশালার মূল বিষয় ছিল MOOCS এবং বিশেষত Swayam-NPTEL.

কর্মশালায় প্রধান বক্তা ছিলেন আবি-র Computer Science বিভাগের সহযোগী অধ্যাপক এবং স্থানীয় চ্যাপ্টার সমন্বয়ক ড. প্রদীপ্ত দাস৷ ড. দাস Swayam-র বিভিন্ন সুবিধা সম্পর্কে আলোচনা করেন এবং এর সুবিধাগুলোকে offline class-র সঙ্গে তুলনা করেন৷

তিনি Swayam platform-র সাশ্রয়ী মূল্যের ব্যাপারে আলোকপাত করেন৷ যা EDX এবং কৌরসেরার মতো platform-র তুলনায় অনেক বেশি সাশ্রয়ী৷ ড. দাস Swayam course-এ যোগদান এবং সেগুলি এক্সেস করা নিয়েও আলোচনা করেন৷ তিনি ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের Swayam course-এ নাম লেখানোর জন্য উৎসাহিত করেন এবং platform-টির LIVE এবং recorded season গুলির উপকারিতা তুলে ধরেন৷ কর্মশালাটির সমন্বয়ক ছিলেন ড. শিবাশিস দত্ত এবং ড. অর্ণব ভট্টাচার্য৷

Show More

Related Articles

Back to top button