Barak Valley

এরালিগুলের দীনদয়াল মহাবিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠা দিবস উদযাপন

জনসংযোগ, শ্রীভূমি, ১ সেপ্টেম্বর : ১সেপ্টেম্বর, সোমবার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠা দিবস মহাবিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহের সাথে পালন করা হয়।

মাত্র আট বছরে শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক বিকাশের যে সাফল্যমণ্ডিত পথ অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি, সেই গৌরবের স্মৃতি ও ভবিষ্যতের স্বপ্নকে সবার সামনে মেলে ধরে দিনটি রূপ নেয় আবেগঘন আয়োজনে।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র প্রদীপ প্রজ্জ্বলন ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে। স্বাগত ভাষণ প্রদান করেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সতীনাথ পাল। তাঁর বক্তব্যে মহাবিদ্যালয়ের নানাবিধ সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা প্রাণবন্ত ভঙ্গিতে উপস্থাপিত হয়। এরপর বক্তব্য রাখেন ড. সুরজিত রায়, ড. চিন্ময় পাল ও লক্ষীন্দ্র গগৈ মহাশয়। তাঁদের অভিজ্ঞতার আলোচনায় প্রতিফলিত হয় প্রতিষ্ঠানের অগ্রযাত্রার চিত্র এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়।

সমাপনী কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ড. মিঠুন নন্দী, আর জাতীয় সংগীতের সুরে সমাপ্তি ঘটে অনুষ্ঠানটির। সঞ্চালনার দায়িত্ব পালন করেন শিক্ষিকা সুলেখা বড়ো। মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-অশিক্ষা কর্মী এবং ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়ে ওঠে।

Show More

Related Articles

Back to top button