দীপাবলি : হাইলাকান্দিতে কন্ট্রোল রুম

জনসংযোগ, হাইলাকান্দি, ৯ নভেম্বর : হাইলাকান্দি জেলায় আলোর উৎসব দীপাবলি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের উদ্যোগে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। এর নম্বর হলো ১০৭৭
দিনরাত ২৪ ঘন্টা এই কন্ট্রোল রুমটি চালু থাকবে।।
এদিকে দীপাবলি উপলক্ষে আতশবাজি পুড়ানো সংক্রান্ত কয়েকটি সতর্কবার্তা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে হলো আতশবাজি কিনার সময় লাইসেন্স প্রাপ্ত ডিলার থেকে কিনতে বলা হয়েছে। পুড়ানোর সময় হাতের কাছে বালু অথবা ফায়ার এক্সটিংগুইশার রাখতে বলা হয়েছে। আতশবাজি পোড়ানোর কাছাকাছি এলাকায় সহজে দাহ্য কোন বস্তু আছে কিনা তা লক্ষ্য করতেও পরামর্শ দেওয়া হয়েছে। সব ধরনের নিরাপত্তামূলক সর্তকতা নিয়ে আতশবাজি পোড়াতে পরামর্শ দেওয়া হয়েছে।
বাচ্চাদেরকে একা আতশবাজি পুড়ানোর কাজে নালাগাতেও পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন থেকে। সিনথেটিক কাপড় পরিধান না করে সুতির কাপড় পরিধান করে বাজিপুড়াতে পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে যে কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলা করতে পুলিশ ,দমকল বাহিনী,স্বাস্থ্য বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে প্রশাসন থেকে সতর্ক করে রাখা হয়েছে।