করিমগঞ্জে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বাস্তবায়নে সচেতনতামূলক যানের যাত্রা

করিমগঞ্জ : প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বা পিএমএফবিওয়াই প্রকল্পের সফল বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের সহায়তা করার জন্য বৃহস্পতিবার থেকে করিমগঞ্জ জেলায় সচেতনতার জন্য একটি বিশেষ যান চালু করা হয়েছে। যানটি জেলার বিভিন্ন অংশে পিএমএফবিওয়াই প্রকল্প সম্পর্কে সচেতনতা তৈরি করবে।
জেলা কৃষি আধিকারিকের কার্যালয় থেকে যানের সূচনা করেন জেলা কৃষি আধিকারিক পঙ্কজ কুমার মজুমদার। অনুষ্ঠানে কৃষি উন্নয়ন কর্মকর্তা স্বরূপানন্দ দত্ত, আদিত্য বেজবরুয়া এবং সংশ্লিষ্ট বিমা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সচেতনতার উদ্দেশ্যে যানটি বৃহস্পতিবার রওয়ানা হয়ে জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রচার যাত্রা শুরু করে জেলার বিভিন্ন স্থানে ভ্রমণ করে। উল্লেখ্য, এই প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে এবং করিমগঞ্জ জেলায় ‘শস্য বিমা সপ্তাহ’ পালিত হচ্ছে। এই সপ্তাহ জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে।