Updates
এশার এন্ট্রেড লিমিটেডের রেজিস্ট্রেশন বাতিল

জনসংযোগ, হাইলাকান্দি, ৮ মে : রিজার্ভ ব্যাংক এশার এন্ট্রেড লিমিটেড ( Esar Entrade Limited) নামক সংস্থাটির রেজিস্ট্রেশন বাতিল করেছে। রিজার্ভ ব্যাংকের গৌহাটি শাখার জেনারেল ম্যানেজার এক আদেশে রিজার্ভ ব্যাংকের সেকশন 45-1A(6) এর অধীনে ওই সংস্থার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ( CoR) বাতিল করেছেন। রাজ্যের অপরাধ শাখার সুপারিনটেনডেন্ট অফ পুলিশের কাছে পাঠানো রিজার্ভ ব্যাংকের গত ২৬ এপ্রিলের এই আদেশটি পাঠানো হয়েছে। রাজ্যের অপরাধ শাখা থেকে এই আদেশটি হাইলাকান্দির এসপির কাছে পাঠানো হয়েছে। হাইলাকান্দির এসপি এর পরিপ্রেক্ষিতে জেলার ৭ টি পুলিশ থানার ওসির কাছে পাঠানো এর চিঠিতে জেলায় এই সংস্থাটির কাজকর্ম নিয়ে অবিলম্বে রিপোর্ট পাঠাতে বলেছেন।