Barak Valley

কটামণি SBI কাণ্ড : নিন্দা NSUI-র

করিমগঞ্জ : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের কটামণি SBI Branch প্রতি শুক্রবার বন্ধ থাকার খবরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন NSUI-র রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী৷ এক দেশে দুই আইন কীভাবে চলতে পারে, প্রশ্ন তুলেছেন তিনি৷ এ বিষয়ে রাজ্য সরকার সহ জেলা প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷

Islamic State-র নিয়মে পরিচালিত হচ্ছে SBI কটামণি শাখা৷ মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ায় রবিবারের বদলে শুক্রবার বন্ধ থাকছে শাখাটি৷ আর গোটা দেশে যখন রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে তখন খোলা থাকছে শাখাটি৷ মঙ্গলবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শুভজিৎ৷

বলেন, আশ্চর্যজনক ঘটনা৷ এক দেশে, দুই নিয়ম — কীভাবে! সাপ্তাহিক বন্ধের দিন রবিবার SBI Branch-টা কিভাবে খোলা থাকে? নিশ্চয়ই এটি সরকারি নির্দেশ মেনে হচ্ছে না৷ এক দেশে, দুই আইন বন্ধ থাকতে পারে না৷ দীর্ঘ বছর এভাবে অনিয়ম নিয়ে জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে, এরপরও প্রশাসন এমনকি রাজ্য সরকারও পদক্ষেপ নিচ্ছে না৷ এটি নিন্দনীয়৷ তিনি এব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শুক্রবার বন্ধের ব্যাপারটি শীঘ্র বাতিল করার দাবি জানান৷

Show More

Related Articles

Back to top button