Assam
ঘুষের টাকা নিয়ে গ্রেফতার সাপটগ্ৰামের রেঞ্জ ফরেস্ট অফিসার

ধুবড়ি : এবার ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ধুবড়ি জেলার অন্তরগত সাপটগ্ৰাম রেঞ্জ ফরেস্ট অফিসার (রেঞ্জার) বাবলু দে।
আজ জনৈক ব্যক্তির হাত থেকে ঘুষের ২৫ হাজার টাকা নিচ্ছিলেন রেঞ্জার বাবলু দে। সে সময় ডিরেক্টরেট অব ভিজিল্যান্স ও অ্যান্টি-করাপশন দফতরের আধিকারিকরা তাঁকে হাতেনাতে ধরেন। গ্ৰেফতারের পর কোকরাঝাড় শহরে প্রধান বজারে অবস্থিত বাবলু দে-র বাড়িতেও অভিযান চালিয়েছেন ডিরেক্টরেট অব ভিজিল্যান্স ও অ্যান্টি-করাপশন দফতরের আধিকারিকরা।