Barak Valley

কমলাক্ষের পাড়ায় আকর্ষণীয় মণ্ডপ, প্রস্তুতি জোরকদমে

করিমগঞ্জ : জোরকদমে চলছে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের পাড়ার পুজোর প্রস্তুতি৷ দিনরাত কাজ চলছে শহরের এই বারোয়ারি মণ্ডপে৷ দর্শক টানতে করিমগঞ্জে নানা থিম পূজার আয়োজন করছে একাধিক বারোয়ারি পূজা কমিটি৷ এরমধ্যে একটি সুভাষনগর-শিববাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি৷ এবার ৫৫তম বছরে পা দিয়েছে এই পূজা কমিটি৷

হাতেগোনা ক’দিন পরই দুর্গাপূজা অনুষ্ঠিত হতে চলেছে৷ এই পূজার জন্য মুখিয়ে থাকেন বাঙালিরা৷ এবার শহরে বেশ কয়েকটি বিগ বাজেটের পূজা অনুষ্ঠিত হচ্ছে৷ এছাড়াও রয়েছে কম বাজেটের বেশ কয়েকটি পূজা মণ্ডপও৷ বাজেটে কম হলেও পুজোর ৩ দিন ভিড় উপচে পড়ে ওইসব মণ্ডপে৷ এর মধ্যে একটি হচ্ছে সুভাষনগর-শিববাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি৷ এবার ৫৫তম বছরে পা দিয়েছে এই পূজা কমিটি৷ পূজাটি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের পাড়ার৷ ফলে কম বাজেটের হলেও এই পূজা নিয়ে আগ্রহে থাকেন শহরবাসী৷ এবারও এই কমিটির সভাপতি কমলাক্ষ৷ সম্পাদক পদে রয়েছেন মৃণালকান্তি দাস৷

পুরোদমে চলছে পুজোর প্রস্তুতি, জানিয়েছেন কমিটির যুগ্ম সম্পাদক বীরব্রত আচার্য৷ তিনি আরও জানান, সাত্ত্বিকতা বজায় রেখেই এই পুজো অনুষ্ঠিত হবে৷ বাজেট ধার্য করা হয়েছে ১০ লক্ষ টাকা৷ প্রতিমা তৈরী করেছে স্থানীয় রূপ শিল্পালয়৷ এছাড়া ডেকোরেটার্স ও আলোকসজ্জায় স্থানীয়দের প্রাধান্য দেওয়া হয়েছে৷ প্রতি বছরের মতো এবারও সাত্তিকতা বজায় রেখে পুজোর আয়োজন করা হবে৷ দুপুরে বিতরণ করা হবে মহাপ্রসাদ৷ তিনি বলেন, ‘আমরা প্রতিবারই সাত্ত্বিকতার ওপর জোর দিয়ে আসছি৷ এবারও ব্যতিক্রম নয়৷ পুজোর ৩ দিন দর্শনার্থী আসবেন বলে আশা৷

Show More

Related Articles

Back to top button