বেহাল সড়ক, প্রতিবাদ আইনজীবীদের

শ্রীভূমি, ১৯ সেপ্টেম্বর: বার বার প্রতিশ্রুতি দেওয়ার পরও শ্রীভূমি জেলার জাতীয় ও পূর্ত সড়কগুলো সংস্কার হচ্ছে না। মূলত পথ সংস্কারের নামে বরাদ্দ কোটি কোটি টাকা নয়ছয় করতেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার থেকে বিভাগীয় কর্তারা কাজে উদাসিনতা করছেন। শুক্রবার জেলার আইনজীবীদের উদ্যোগে আহত সভায় সচেতন নাগরিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ অভিযোগ করেন। সোমবার শ্রীভূমিতে ধরনা। আগামী সোমবার অতিরিক্ত আবর্তভবন সংলগ্ন ধরনাস্থলে ধরনা কার্যসূচি পালনের পাশাপাশি জেলা প্রশাসনের কাছে স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে আইনজীবী জ্যোতির্ময় দাসের সভাপতিত্বে আয়োজিত সভায় আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, রাজেশ মালা, নন্দনকুমার নাথ, করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, প্রাক্তন জেলা সভাপতি সতু রায়, মুখপাত্র শাহাদত আহমদ চৌধুরী, উপ সভাপতি বিশ্বজিৎ ঘোষ, পূর্ণিমা চৌধুরী, মন্দিরা নন্দী, সিপিআই নেতা চন্দন চক্রবর্তী, দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী, আবুল কালাম তাপাদার, সমাজসেবী আহাদ উদ্দিন তালুকদার সহ অন্যরা প্রাসঙ্গিক বক্তব্যে বেহাল পথের কথা তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী সোমবার অতিরিক্ত আবর্তভবন সংলগ্ন ধরনাস্থলে দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত ধরনা কার্যসূচি পালন করা হবে। পরবর্তীতে জেলা কমিশনারের কাছে পথ সংস্কারের দাবিতে স্মারকপত্র তুলে দেওয়া হবে।