করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তবর্তী আমালা গ্রামে বাংলাদেশি দুষ্কৃতী দলের গুলি, আতঙ্ক এলাকা জুড়ে

করিমগঞ্জ, ২৬ এপ্রিল : দক্ষিণ করিমগঞ্জের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী আমলা গ্রামে এক দল বাংলাদেশি দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে। তারা সীমান্ত থেকে ভারতীয় গ্রামবাসীদের লক্ষ্যে করে শূন্যে গুলি ছুঁড়ে আতঙ্কের সৃষ্টি করেছে।।
ঘটনাটি গতকাল মঙ্গলবার গভীর রাতে করিমগঞ্জের পাথারকান্দি থানাধীন বারইগ্রামের আমালা গ্রামে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ করিমগঞ্জ জুড়ে।
জানা গেছে, গতকাল রাতে পাথারকান্দি থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী আমালাগ্রামে কালো রঙের পোশাক পরিহিত এক দুষ্কৃতী দলের গতিবিধি লক্ষ্য করেন স্থানীয়রা। বিষয়টি চাউর হলে গ্রামবাসীরা সতর্ক হয়ে তাদেরকে এক সময় ঘেরাও করার চেষ্টা করেন। তখনই প্রায় ১৩ জনের দুষ্কৃতী দল গ্রামবাসীদের জড়ো হওয়ার বিষয়টি টের পেয়ে শূন্যে গুলি ছুঁড়ে।
এক সময় গ্রামবাসীদের তাড়া খেয়ে ডাকাতের দল একটি বন্ধুক সহ তার কাটার যন্ত্র সহ বাংলাদেশি সিগারেট ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে বারইগ্রাম ফাঁড়ির পুলিশ ঘটানস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্তে নেমে বন্দুক সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।