Updates

করিমগঞ্জের কংগ্রেস অফিস থেকে বের করে দেওয়া হল জেলা সম্পাদককে

করিমগঞ্জ : দল বিরোধী কার্যকলাপের অভিযোগে কংগ্রেস কর্মীকে শারীরিক হেনস্তার ঘটনায় শনিবার উত্তপ্ত হয়ে ওঠে করিমগঞ্জ ইন্দিরা ভবন৷ জেলা কংগ্রেস সম্পাদক কায়ুম তালুকদারকে এদিন ইন্দিরা ভবন থেকে বের করে দেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক শাহাদত আহমদ চৌধুরী এবং NSUI-র রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী৷

এদিন করিমগঞ্জের ইন্দিরা ভবনে দলীয় এক সভা অনুষ্ঠিত হয়৷ জেলা কংগ্রেস সভাপতির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সহ ব্লক কংগ্রেস, জেলা কংগ্রেস, সেবা দল, NSUI ও কংগ্রেসের বিভিন্ন শাখা-সংগঠনের কর্মীরা যোগদান করেন৷ প্রথমে বক্তব্যে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ তিনি বলেন, লোকসভা নির্বাচনে সবাই একজোট হয়ে কাজ করছেন৷ তবে প্রার্থীর পরাজয়ের কারণ অনুসন্ধান ও কর্মীদের মধ্যে কোনও অভিযোগ থাকলে তা নিয়ে পরবর্তীতে পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা হবে৷

এরপর বক্তব্যে দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ তখন সভা চলাকালীন হঠাৎ জেলা কংগ্রেস সম্পাদক কায়ুম তালুকদার বিরুদ্ধাচরণ করলে তাকে শাহাদত আহমদ চৌধুরী ও শুভজিৎ চক্রবর্তী সেখান থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেন৷ লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার চালানোর অভিযোগে সভাস্থল থেকে তাকে বের করে দেওয়া হয় বলেন শাহাদত ও শুভজিৎ৷

Show More

Related Articles

Back to top button