Barak Valley

করিমগঞ্জের চা বাগান গুলিতে সুষ্ঠুভাবে বোনাস প্রদান করিতে প্রশাসনিক সভা

জনসংযোগ, করিমগঞ্জ, ১৬ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার চা বাগান গুলিতে আসন্ন দুর্গোৎসবের আগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শ্রমিকদের বোনাস প্রদান করতে সোমবার করিমগঞ্জে এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে তার কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে করিমগঞ্জ জেলার ২৩ টি চা বাগান পরিচালন কর্তৃপক্ষের কর্মকর্তা, বরাক চা শ্রমিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট সিপুজন রবিদাস, সচিব বাবুল নারায়ন কানু , সহ সচিব দুর্গেশ কুর্মি , টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা টাই এর সাধারন সম্পাদক সরদিন্দু ভট্টাচার্য , এ ডি সি উদয় শঙ্কর দত্ত ,অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার কে এম দেব, লেবার অফিসার ভি চিঞ্জা, লিড ডিসট্রিক্ট ম্যানেজার, আবগারি অধিক্ষক সিদ্ধার্থ শংকর দত্ত, ডিআইপিআরও ইফতিখার জামান প্রমুখ অংশ গ্রহন করেন।

এতে জানানো হয় যে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাগান কর্তৃপক্ষকে সর্বসম্মতিক্রমে শ্রমিকদের বোনাস ইত্যাদি প্রদান করতে হবে। যাতে বাগান শ্রমিকদের মধ্যে আসন্ন দুর্গোৎসবে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং কাজের উৎসাহ বৃদ্ধি পায়। তার জন্য বরাক চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাগান কর্তৃপক্ষকে ২০% বোনাস প্রদান করার প্রস্তাব দেওয়া হয়।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাগান কর্তৃপক্ষকে জানানো হয় যে বোনাস প্রদান করার আগে তারা যেন প্রশাসনকে অবগত করেন এবং সুরক্ষা ব্যাবস্থা সুনিশ্চিত করতে পুলিশ বিভাগের সাথে সমন্নয় রক্ষা করেন। সভায় জেলা আয়ুক্ত বাগান কর্তৃপক্ষকে বোনাসের অর্থ ব্যাঙ্ক থেকে সুষ্ঠভাবে গ্রহন করার জন্য অর্থ গ্রহনের ১ দিন আগে লিড ডিসট্রিক্ট ম্যানেজারের মাধ্যমে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অবগত করানোর পরামর্শ দেন। পাশাপাশি পুজোর দিনগুলিতে ও এর আগে চা বাগানের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় তার জন্য পুলিশ টহলদারি চালানো হবে বলে জানানো হয়।

এছাড়া জেলা আয়ুক্ত চা বাগান গুলিতে দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি চা বাগানে আবগারি বিভাগের পক্ষ থেকে বিশেষ অভিযান চালাতে আবগারি অধিক্ষককে নির্দেশ দেন। উল্লেখ্য, এ বছর দুর্গা পূজা উপলক্ষে আসাম টি কর্পোরেশনের অধীনস্ত চা বাগান গুলিতে ২০ শতাংশ বোনাস প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Back to top button