Barak ValleyEducation

করিমগঞ্জের ছয়টি স্কুলে লক্ষাধিক টাকার সামগ্রী বণ্টন বিএসএফ-এর

করিমগঞ্জ, ২৮ মার্চ : সিভিক অ্যাকশন প্রোগ্রামের অধীনে আজ মঙ্গলবার করিমগঞ্জের ছয়টি হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলে কয়েক লক্ষ টাকার সামগ্রী বণ্টন করেছেন বিএসএফ-এর ১৬ নম্বর ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

করিমগঞ্জের গৌরগোবিন্দ হায়ার সেকেন্ডারি স্কুল, ভিকমচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল, বিরাজাসুন্দরী গার্লস হাইস্কুল, এমএমএমসি হায়ার সেকেন্ডারি স্কুল, লক্ষ্মীবাজার হাইস্কুল, চাঁদশ্রীকোণা এমই স্কুলে পাঁচটি কম্পিউটার, পাঁচটি ট্যাবল সহ লক্ষাধিক টাকার সামগ্রী বিতরণ করেছে বিএসএফ-এর ১৬ নম্বর ব্যাটালিয়ন।

এদিন বেলা দশটায় এই কার্যসূচির শুভারম্ভ করেন বিএসএফ-এর ১৬ নম্বর ব্যাটালিয়নের কমাডেন্ট সঞ্জয় সিং। সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, প্রতি বছরই সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় উন্নয়নমূলক কার্যসূচি হাতে নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবার সীমান্তবর্তী এলাকার স্কুলগুলোকে বাছাই করা হয়েছে এবং প্রতিটি স্কুলে পাঁচটি করে কম্পিউটার সেট, ট্যাবল সহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে।

তিনি বলেন, সীমান্তবর্তী মানুষের হৃদয় ও মন জয় করার জন্য এ ধরনের কার্যসূচি হাতে নেওয়া হয়। সঙ্গে এ ধরনের সামাজিকতা সমরসতার মাধ্যমে বিএসএফ জওয়ান সহ স্থানীয়দের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পরস্পরের মধ্যে সহযোগিতা ও সমন্বয় গড়ে ওঠে।

মঙ্গলবার সামগ্রী বণ্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৬ নম্বর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফকিরচাঁদ চৌহান, ডেপুটি কমাডেন্ট রাজেন্দ্রর শর্মা ও কেসি মিনা, ইমস্পেক্টর রাজীব কুমার, কিষণ কুমার সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিকতায় এক ধাপ এগিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স। বিভিন্ন সময় বিভিন্নভাবে সীমান্তবর্তী মানুষের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদাহরণ রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সুরক্ষা এজেন্সির।


Show More

Related Articles

Back to top button