করিমগঞ্জের নাম বদলের প্রস্তাবে উত্তাল বদরপুর: জাতীয় সড়ক অবরোধ, লাঠিচার্জে আহত ছাত্রছাত্রী

বদরপুর: করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার প্রস্তাব ঘিরে শনিবার বদরপুরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। নামবদলের বিরোধিতায় রাস্তায় নামে শত শত ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। সকাল থেকে বদরপুর নবীনচন্দ্র কলেজের নেতৃত্বে শুরু হয় জাতীয় সড়ক অবরোধ, যা দ্রুত গণআন্দোলনের রূপ নেয়। অবরোধে অংশ নেন জেলার কংগ্রেস নেতৃবৃন্দ, সমাজকর্মী ও স্থানীয় বাসিন্দারা। এতে অচল হয়ে পড়ে বদরপুরের জনজীবন। দোকানপাট বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। কর্মস্থলে পৌঁছাতে পারেননি বহু মানুষ, এমনকি রোগীবাহী অ্যাম্বুল্যান্সও আটকে পড়ে ঘণ্টার পর ঘণ্টাযা জনসাধারণের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে তেলে। আন্দোলনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ সাহিল ওরফে স্বপন, জেলা পরিষদ সদস্য জিল্লুর নুর চৌধুরী ও সমাজকর্মী সাব্বির হোসেন প্রমুখ। তারা বলেন, ‘করিমগঞ্জের নাম আমাদের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। সরকারের এই একতরফা সিদ্ধান্ত গণচেতনার উপর আঘাত। “অবরোধ সরাতে গেলে পুলিশের আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু সঙ্গে হয়। পরে বিশাল পুলিশবাহিনী লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বহু ছাত্রছাত্রী আহত হন বলে অভিযোগ। আটক করা হয় কংগ্রেস নেতা ও পড়ুয়াসহ বহু আন্দোলনকারীকে। আন্দোলনকারীদের দাবি, সরকারের এই সিদ্ধান্ত মানুষের মতামত ছাড়াই চাপিয়ে দেওয়া হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই প্রস্তাব যদি বাতিল না হয়, তাহলে জেলার সর্বত্র আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।”