করিমগঞ্জের পর বদরপুরের নাম সিদ্ধেশ্বর করার দাবি কমলাক্ষের

কমলাক্ষের আবেদনে সাড়া মুখ্যমন্ত্রীর
শ্রীভূমি ৩০ আগস্ট : করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে। ইতিমধ্যে সরকারি নির্দেশিকা জারী হওয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ে শ্রীভূমি নামাঙ্কিত সাইনবোর্ড লাগানো হয়েছে। যদিও নাম পরিবর্তনকে শাসকদলের রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ তুলে নাম পরিবর্তনের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন কংগ্রেস সহ নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি, আমরা করিমগঞ্জী সহ একাধিক সংগঠনের কর্মকর্তারা। এরই মধ্যে নতুন বিতর্ক উসকে দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বদরপুরের নাম সিদ্ধশ্বর করতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে লিখিত আবেদন তুলে ধরেন কমলাক্ষ। যুক্তি হিসেবে তিনি জানান বরাকের ঐতিহ্যবাহী সিদ্ধশ্বর মন্দির রয়েছে। অগণিত মানুষেরা শ্রীভূমি থেকে শিলচর যেতে বা শিলচর থেকে শ্রীভূমি আসতে সিদ্ধেশ্বর মন্দিরে যেমন পূজার্চনা দেন তেমনি হিন্দুদের এক আড্ডাস্থল হচ্ছে সিদ্ধশ্বর মন্দির। হাইলাকান্দি জেলার অন্তর্গত পাঁচগ্রাম-বদরপুর সীমান্ত এলাকায় বরাক নদীর তীরবর্তী ঐতিহাসিক শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দিরকে পর্যটনস্থলের ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার বলে জানান কমলাক্ষ দে পুরকায়স্থ। ফলে বদরপুরের নাম সিদ্ধশ্বর করা প্রয়োজন বলে মন্তব্য করেন বিধায়ক। যদিও শাহজালাল মদনির বিশিষ্ট শিষ্য শাহ বদরুদ্দিনের নামানুসারে বদরপুর নামকরণ করা হয়েছিল। অলৌলিক শক্তিবলে সিলেটে এসে বসবাসরত বদরুদ্দিনের নামে বদরপুরের নামকরণের পিছনে যে ঐতিহাসিক সত্য লুকিয়ে রয়েছে তা অমান্য করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সিদ্ধশ্বর নামকরণের পরিকল্পনা নিয়েছেন বলে কিছু ব্যক্তিরা সামাজিক মাধ্যমে বিবৃতি তুলে ধরছেন। যদিও এসবকিছুকে অপপ্রচার বলে আখ্যায়িত ায়িত করে। করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন শ্রীভূমি নাম পরিবর্তনের সঙ্গে যেমন ইতিহাস জড়িয়ে রয়েছে তেমনি বদরপুরের নাম সিদ্ধেশ্বর হলে ঐতিহ্য বাড়বে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন বলে জানান কমলাক্ষ।