Barak Valley

করিমগঞ্জের বদরপুরে অবৈধ পিস্তল সহ আটক তিন

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে বিদেশে তৈরি তিনটি পিস্তল। এর সঙ্গে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগে সন্দেহভাজন তিন যুব-ডাকাতকে আটক করেছে পুলিশ। ধৃত তিন ডাকাতকে বদরপুর থানাধীন দত্তপুর গ্রামের সাব্বির আহমেদ, কবির আহমেদ এবং ধনলাল রবিদাস বলে পরিচয় পাওয়া গেছে। তাদের হেফাজত থেকে একটি কার এবং একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আজ রবিবার বদরপুর থানা সূত্রে জানা গেছে, পুলিশের কাছে খবর ছিল, একটি বড়সড় ডাকাতির উদ্দেশ্যে কতিপয় দুর্বৃত্ত এই অঞ্চলে হানা দেওয়ার পরিকল্পনা করছে। ওই দলের গতিবিধির ওপর নজরদারি রাখতে গতকাল মধ্যরাতে অভিযান চালিয়েছিল বদরপুর থানার পুলিশ। অভিযান চলাকালীন এএস ০২ জেড ৮১১৭ নম্বরের একটি অল্টো কার, বিআর ০১ বিকিউ ৩৬৭৯ নম্বরের ডিস্কভার মডেলের মোটর বাইক এবং দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃত সন্দেহভাজন ডাকাতরা পুলিশের কাছে প্রদত্ত বয়ানে নাকি স্বীকার করেছে, পিস্তলগুলি তারা নাগাল্যান্ডের ডিমাপুর থেকে কিনে এনেছে। তবে কোথায়, কার বাড়ি বা প্রতিষ্ঠানে ডাকাতি করার পরিকল্পনা তাদের ছিল সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ চলছে, জানিয়েছে পুলিশ।

Show More

Related Articles

Back to top button