Barak Valley
করিমগঞ্জের বদরপুরে আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

বদরপুর, ২৩ এপ্রিল : করিমগঞ্জের বদরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ অগ্নিকাণ্ডে বদরপুর রেলওয়ে কলোনির জনৈক পরিতোষ চক্রবর্তীর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

আজ রবিবার সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছে গৃহস্থের পরিবার। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন পরিতোষ চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যে আগুনে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
বদরপুর দমকল বাহিনী সহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও মুহূর্তের মধ্যেই তার বাড়ির ঘর ও সব আসবাবপত্র সহ সংসারের প্রয়োজনীয় সবকিছু পুড়ে ভস্ম হয়ে গেছে। অগ্নিকাণ্ডে নয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।