করিমগঞ্জের বাজারিছড়ায় বজ্রপাত, গাছে আগুন

বাজারিছড়া : আজ রবিবার বিকাল প্ৰায় সাড়ে তিনটা নাগাদ বিকট শব্দে বজ্রপাতে আগুন ধরে যায় বিশাল একটি মরা গাছে। তাৎক্ষণিক ভাবে বিষয়টি কারও নজরে পড়েনি। পরে স্থানীয় জনগন প্রত্যয়ক্ষ করেন যে মাকুন্দা গুদামঘর হয়ে ছাগলমোহা যাওয়ার পথে পল হালামের বাড়ির সামনে পুরনো একটি চাম গাছে আগুন জ্বলছে। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়।
আগুন ছড়িয়ে পড়তে পারে আশপাশের মানুষের বাড়িতে, এই আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়়ায়। খবর পেয়ে বাজারিছড়া থানার ওসি নিলভজ্যোতি নাথের নির্দেশে দলবল নিয়ে মাঠে নামেন এসআই কাজল নাথ। পুলিশের তৎপরতায় পাথারকান্দি থেকে অকুস্থলে ডেকে পাঠানো হয় দমকল বাহিনীকে। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷
স্থানীয়রা জানান, গত কয় বছর ধরে বৃহত্তর এলাকায় ঘন ঘন বজ্রপাতের ঘটনা সংঘটিত হয়ে জানমালের ব্যা পক ক্ষতি সাধিত হচ্ছে। এ থেকে পরিত্রাণের পথ খুঁজে বের করতে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান স্থানীয়রা।