Barak Valley

করিমগঞ্জের বারোপুঞ্জিতে বিএসএফ-এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম

করিমগঞ্জ, ১১ এপ্রিল : সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তে বসবাসরত ছাত্রছাত্রী সহ গ্রামবাসীদের মধ্যে কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী বণ্টন করেথে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

আজ মঙ্গলবার করিমগঞ্জ জেলার বারোপুঞ্জি সীমান্ত চৌকিতে সিভিক অ্যাকশন অনুষ্ঠানের আয়োজন করে বিএসএফ-এর ১৩৪ নম্বর ব্যাটালিয়ন। প্রায় ২.৫ লক্ষ টাকার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে ছাত্রছাত্রী সহ সীমান্তে বসবাসরত বাসিন্দাদের মধ্যে।

বিএসএফ-এর কাছাড় মিজোরাম ফ্রন্টিয়ার শিলচর সেক্টরের ডিআইজি জেকে বির্ধি জানান, বারোপুঞ্জি সীমান্ত চৌকিতে আয়োজিত সিভিক অ্যাকশন অনুষ্ঠানে প্রায় ২.৫ লক্ষ টাকার সামগ্রী বণ্টন করা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে টিফিন বক্স, সাইকেল, সোলার লাইট, স্কুল ব্যাগ, বই-খাতা সহ খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ। অন্যদিকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে সিনটেক্স, পাইপ, জলের মেশিন, চেয়ার, টেবিল, ফিল্টার, সেলাই মেশিন সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপস্থিত ছিলেন বিএসএফ-এর মিজোরাম কাছাড় ফ্রন্টিয়ারের শিলচর সেক্টরের ডিআইজি (জি) অশোক কুমার, ১৩৪ নম্বর বিএন বিএসএফের সেকেন্ড ইন কমান্ড অজয় ভাট সহ অন্যান্য আধিকারিকরা।

Show More

Related Articles

Back to top button