Barak Valley
করিমগঞ্জের ব্রজেন্দ্র রোডে শিক্ষকের ঘরে নিশিকুটুম্বর হানা

করিমগঞ্জ, ৪ মে : করিমগঞ্জ শহরে ফের চুরির ঘটনা সংগঠিত হয়েছে।ঘরের প্রবেশদ্বারের তিনটি তালা ভেঙে চোরের দল হাতিয়ে নিয়েছে দু লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার, টাকাপয়সা ও অন্যান্য মূল্যবান সামগ্রী৷
গতকাল গভীর রাতে করিমগঞ্জ শহরে অবস্থিত ব্রজেন্দ্র রোডে ঘটেছে এই ঘটনা। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়। করিমগঞ্জের সদর থানায় চুরির লিখিত অভিযোগ করেছেন গৃহকর্তা শিক্ষক শুভেন্দু পাল। করিমগঞ্জের সদর পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত ওই ঘটনায় কাউকে ধরতে পারেনি।
শিক্ষক শুভেন্দু পাল জানান, ঘরের প্রবেশদ্বারের তিনটি তালা ভেঙে প্রবেশ করে চোরের দল। আলমারি ভেঙে হাতিয়ে নিয়েছে দুলক্ষাধিক টাকার স্বর্ণলঙ্কার, নগদ টাকা।