করিমগঞ্জের ভারত-বাংলা সীমান্তবর্তী চাঁদশ্রীকোণায় বিএসএফের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণের বিলাতি মদ

করিমগঞ্জ, ১২ নভেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে মাদক পাচার মাথাচাড়া দিয়ে উঠেছে। দীপাবলির আগের রাতে সীমান্ত এলাকায় বিএসএফ-এর অভিযানে বিপুল পরিমাণের বিদেশি মদ বাজেয়াপ্ত হয়েছে। গত কয়েকদিন ধরে সীমান্ত থেকে একের একের পর নেশা জাতীয় ট্যাবলেট, মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হলেও বসে নেই চোরাকারবারিরা।
জানা গেছে, শনিবার গভীর রাতে উত্তর করিমগঞ্জের চাঁদশ্রীকোণা থেকে বেশ কয়েক কার্টুন মদ বাজেয়াপ্ত করেছে বিএসএফ-এর ১৬ নং ব্যাটালিয়ন। বিগত কয়েকদিন থেকেই এই সীমান্ত এলাকায় অতি সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিরা । বাংলাদেশে বিদেশি মদ, নেশা জাতীয় ট্যাবলেটের চাহিদা প্রচুর। তাই রাতের অন্ধকারে বিএসএফ-এর চোখে ধুলো দিয়ে নানা কৌশলে চোরাই সামগ্রী পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। গতকাল সীমান্তে কাঁটা তাঁর টপকে মাদক পাচার করা হবে বলে বিশ্বস্ত সূত্রের খবর ছিল বিএসএফ-এর গোয়েন্দা বাহিনীর কাছে। গোপন খবরের ভিত্তিতে রুটিন পেট্রোলিং এর পাশাপাশি বিএসএফ জওয়ানদের নিয়ে সীমান্তে ওত্ পেতে বসেছিল গোয়েন্দা টিম। অভিযানকারী ১৬ বিএন বিএসএফ কর্মীরা সেগুলো জব্দ করে নিয়ে আসেন কোম্পানি হেড কোয়ার্টার লক্ষ্মীবাজারে। এ ব্যাপারে বিএসএফ-এর তরফে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।