Barak Valley
করিমগঞ্জের রাতাবাড়িতে উদ্ধার ৫৬৮ গ্রাম হেরোইন, গ্রেফতার তিন

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার রাতাবাড়ি পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৫৬৮ গ্রাম হেরোইন। মাদক হেরোইন পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে।
গোপন খবর ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে করিমগঞ্জ জেলা পুলিশের একটি দল অভিযান রাতাবাড়ি থানাধীন গন্ধরাজবাড়িতে একটি গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে সিটের নীচে এবং অন্য গোপন চেম্বার থেকে ৫২টি সাবানের কেস বের করে সেগুলি থেকে ৫৬৮ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করেন পুলিশের অভিযানকারীরা৷ গন্ধরাজবাড়িতে উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য এবং ধৃতদের নাম-ধাম ইত্যাদি সম্পর্কে এখনই বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর এক্স হ্যান্ডলে আসাম পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছেন।