Barak Valley

হাইলাকান্দিতে এসএইচজিগুলির উন্নয়নে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ ডিসির

জনসংযোগ, হাইলাকান্দি, ১১ এপ্রিল : হাইলাকান্দির টাউনহলে মঙ্গলবার থেকে এস এইজিগুলির উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য অসমী বৈশাখী মেলা শুরু হয়েছে। আসাম রাজ্য জীবিকা অভিযানের হাইলাকান্দি শাখার উদ্যোগে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা শাসক নিসর্গ হিবরে। উদ্বোধনী অনুষ্ঠানের জেলাশাসক তার ভাষণে জেলার উন্নয়নের জন্য এস এইচ জি গুলিকে আরও ঋণ নিতে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

তিনি বললেন জেলায় এসএইচজিগুলির কর্মতৎপরতার দশ বছর পূর্ণ হয়েছে। জেলাশাসক বলেন,হাইলাকান্দি জেলার ৫৮৮২ টি এসএইচজির কর্মতৎপরতার ফলে জেলার গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে। এস এইচজিগুলির এই অবদানের ফলে জেলাশাসক তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা এবং জীবিকা মিশনের ডিপিএম সৌমিত্র দে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। মেলায় ৩০টি স্টল অংশ নিচ্ছে। তিন দিনের এই মেলায় সাংস্কৃতিক কার্যক্রমও পরিবেশন করা হবে প্রতিদিন।

Show More

Related Articles

Back to top button