করিমগঞ্জের লোয়াইরপোয়াতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় ব্যাপক সাড়া

পাথারকান্দি : সরকারি অনুদান থেকে বঞ্চিত হিতাধিকারীদের জন্য নতুন দিগন্তের সন্ধান দিল সরকার। বর্তমানে যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের নাম নথিভুক্ত করার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রায় মুক্ত মঞ্চের সুযোগ করেছে বিজেপি সরকার।
উল্লেখ্য যে জিপি পর্যায়ের বিভিন্ন অনুদান যেমন প্রধানমন্ত্রী আবাসযোজনা,অরুণোদয়,প্রধানমন্ত্রী কৃষি যোজনা, জবকার্ড ছাড়াও অন্যান্য প্রকল্প থেকে যারা বঞ্চিত তারা উক্ত মুক্ত মঞ্চের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন।ইতিমধ্যে এ ব্যাপারে জিপি ভিত্তিক সার্ভের কাজ শুরু হয়েছে।শুক্রবার লোয়াইরপোয়া ব্লকের বালিপিপলা জিপি ও ঝেরঝেরি জিপিতে অনুষ্টিত মক্ত মঞ্চের সভায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।
এ মর্মে আগামি ১৭ই ডিসেম্বর রবিবার পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে বিকশিত ভারত সংকল্প যাত্রা নামে এই মুক্ত মঞ্চের আসর বসবে।এতে পাথারকান্দি জিপির বঞ্চিত হিতাধিকারীরা সরকারি বিভিন্ন অনুদানের জন্য নিজেদের নাম নথিভূক্ত করার সুযোগ পাবেন।এ ছাড়া অন্যান্য জিপির কার্যসূচী ইতিমধ্যে বিজ্ঞাপন যোগে জানিয়ে দেওয়া হয়েছে।সংকল্প যাত্রা মঞ্চে ভারত সরকারের মোট ২৯ টি বিভিন্ন বিভাগীয় আধিকারিকরা উপস্থিত থাকবেন।এতে প্রত্যেকে বঞ্চিত হিতাধিকারীরা নিজের আধার কার্ড ভোটার আইডি জেরক্স কপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ফটো সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।