করিমগঞ্জের হাতিখিরায় বাইক-অটো সংঘর্ষে গুরুতর আহত এক

পাথারকান্দি : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার হাতিখিরায় মোটর বাইক এবং যাত্রীবাহী অটো রিকশার সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন জনৈক ব্যক্তি। আহতকে হাতিখিরা চা বাগানের ১১ নম্বর লাইনের বছর ৫০-এর রামভরত রাজভর বলে শনাক্ত করা হয়েছে।
আজ রবিবার দুপুরে পেশায় চা শ্রমিক রামভরত হাতিখিরার এক রেশন দোকান থেকে চাল নিয়ে এএস ১০ বিসি ০১৯৬ নম্বরের একটি অটো রিকশায় করে স্বগৃহের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।
অটোটি হাতিখিরা এলাকা অতিক্রম করে ৮ নম্বর জাতীয় সড়কের ২ নম্বর বাগানের প্রথম টিনব্রিজ এলাকায় পৌঁছে। তখন দুই নম্বর বাগান থেকে দুরন্ত গতিতে আসে এএস ১০ ই ২৬২৭ নম্বরের বাইক। বাগান থেকে বেরিয়ে সড়কে উঠতে গিয়ে আচমকা অটোর সঙ্গে সংঘর্ষ হয় বাইকের।
সংঘর্ষে অটোর যাত্রী রামভরত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। তাঁর হাত পা ও ভেঙেছে বলে জানিয়েছেন প্রত্যেক্ষদর্শীরা।
এদিকে দুর্ঘটনা সংগঠিত করে বাইক নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক। স্থানীয়রা আহত রামভরতকে উদ্ধার করে অন্যদ গাড়িতে করে চিকিত্সার জন্য বাজারিছড়ায় মাকুন্দা হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানা থেকে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।