Barak ValleyAssamNorth-East
কলকাতায় খেলো ইন্ডিয়ায় আর্টিস্টিকে ৩য় (ব্রোঞ্জ) করিমগঞ্জের পলক কুরি

নিজস্ব প্রতিবেদন : খেলো ইন্ডিয়ায় আর্টিস্টিকে ব্রোঞ্জ জিতলেন করিমগঞ্জের পলক কুরী৷ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে দেশের ১০টি শহরে আজ এক সাথে অনুষ্ঠিত ‘দশ কা দম’ টুর্নামেন্টে ৯-১৮ বয়স গ্রুপে ৩য় স্থান নিয়ে শেষ করেন৷ কলকাতায় অনুষ্ঠিত এই আসরে বরাক উপত্যকা থেকে পলক প্রথম পদক জয়ী খেলোয়াড়৷ পলকের হাতে পুরষ্কার তুলে দেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়৷ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের বিকাশ গোস্বামী৷
প্রসঙ্গত, কালার্স টিভির ডান্স দিওয়ানা রিয়ালিটি শো-র প্রথম সিজনের অন্যতম প্রতিযোগী ছিল পলক৷ পলকের পদক জয়ে খুশির হাওয়া বইছে করিমগঞ্জে৷