করিমগঞ্জে গাঁজা সহ আটক ২ মহিলা

করিমগঞ্জ : গাঁজা সহ করিমগঞ্জে পুলিশের হাতে আটক হল ২ মহিলা৷ বুধবার বিকালে শহরের ASTC এলাকা থেকে বর্হিরাজ্যের ২ মহিলাকে আটক করেছে সদর পুলিশ৷
করিমগঞ্জ থেকে গুয়াহাটি যাওয়ার জন্য বিকালে ASTC এলাকায় ২ মহিলাকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ জাগে স্থানীয়দের৷ পুলিশে খবর দিলে সদর পুলিশ ছুটে এসে বিহারের বাসিন্দা দে ও কুমারি পদবীর ২ মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়৷ এরপর মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয় ২ জনকে৷
জানা গেছে, এদিন বিকালে ASTC এলাকায় ২ মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন৷ পুলিশ এসে ২ মহিলার কাছ থেকে ৩ প্যাকেট গাঁজা উদ্ধার করে৷ উদ্ধার হওয়া প্যাকেটে ৬ কেজি গাঁজা পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর৷ পুলিশের এক আধিকারিক জানান, গাঁজা পাচারের লিংক খতিয়ে দেখছে পুলিশ৷ এত পরিমাণ গাঁজা কোথা থেকে নিয়ে আসা হয়েছে সেই দিকটিও খতিয়ে দেখছে সদর পুলিশ৷